রাজ্যের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। একটানা বেশ কয়েকদিন বৃষ্টির কোন খবর নেই। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২-৩° সেলসিয়াস তাপমাত্রা বাড়বে আগামী দুদিনের মধ্যে।কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা পৌঁছে যাবে ৩৫° সেলসিয়াসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে প্যাচপ্যাচে গরম।
বুধবার ভোরের দিকে অপেক্ষাকৃত ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে চলেছে রাজ্যের তাপমাত্রা। রোদ ঝলমলে থাকবে গোটা রাজ্যের সবকটি জেলার আকাশ। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার শুকনো থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলা। তাপমাত্রা বাড়তে শুরু করেছে উত্তর বঙ্গেও। তবে আগামী কয়েকদিনে ২-৩° সেলসিয়াস বাড়তে চলেছে তাপমাত্রা।
পাশাপাশি, শুকনোই থাকছে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া। তাপমাত্রা বাড়ার ফলে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪-৩৫° সেলসিয়াস। তবে আপাতত কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এখন থেকে তীব্র গরমে নাজেহাল হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বঙ্গবাসী।