ব্রেকিং নিউজ রাজ্য

বঙ্গে কেমন থাকবে শনি ও রবিবারের আবহাওয়া?

কয়েকদিন ধরেই টানা ঝড়-বৃষ্টি শহর জুড়ে। সকালের দিকে ভ্যাপসা গরম থাকলেও বিকেলে প্রায় রোজই কালো মেঘে ঝড়বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই কমেছে শহরের তাপমাত্রা। শনিবার বিকেলেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

উত্তরবঙ্গেও রয়েছে ভারি বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং সহ পার্বত্য এলাকায়।উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। শনি ও রবিবারও অব্যহত থাকবে বৃষ্টি।

শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দতার পরিমাণ ৮৮ শতাংশ। শনিবার সকাল থেকেই নেমেছে তাপমাত্রার পারদ। রবিবারও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। তারপর থেকেই আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।