ব্রেকিং নিউজ লাইফস্টাইল

কিভাবে প্রোপোজ করবেন আপনার প্রিয়জনকে?

আজ ৮ ফেব্রুয়ারি, প্রোপোজ ডে। দেরি না করে মনের কথা বলে ফেলুন প্রিয়জনকে। এই দিনেই পছন্দের মানুষকে বিভিন্নভাবে মনের কথা জানান সকলেই। তবে কারও প্রস্তাব এইদিন গৃহিত হয়, আবার কারো প্রস্তাব খারিজ হয়ে যায়। তাই এই বিশেষ দিনে জেনে নিন প্রোপোজ করার নানান রকম ধরন। কিভাবে প্রোপোজ করবেন আপনার প্রিয়জনকে,

প্রত্যেক মেয়েই চায় যে তাঁর পার্টনার তাঁকে রোম্যান্টিকভাবে প্রোপোজ করুক। আর যে প্রোপোজ করছে তাঁর জন্য যদি মেয়েটির মনেও ফিলিংস থাকে তাহলে রিজেক্ট করার পরিবর্তে তাঁকে নিয়ে ভাবনাচিন্তা করার সুযোগ থাকে। তাই আপনারও যদি এমন প্ল্যান থাকে তাহলে লাল গোলাপের তোড়া নিয়ে যান, আই লাভ ইউ বলার পরিবর্তে কিছু রোম্যান্টিক কবিতার মাধ্যমে নিজের মনের কথা বলুন। দরকারে কোনও রেস্তোরাঁতে গিয়ে রোম্যান্টিক পরিবেশ তৈরি করেও মনের কথা জানাতে পারেন।

আজকের জমানায় প্রেমপত্র লেখার প্রচলন প্রায় উঠৈই গেছে। তবে এর মধ্যে লুকিয়ে রয়েছে অদ্ভুত এক রোম্যান্টিকতা। তাই নিজের মনের কথা মুখে না বলে লিখেও জানাতে পারেন।

করোনার পরিস্থিতিতে অনেকেই ফোনেই প্রোপোজ করার পরিকল্পনা করছেন। তবে যদি কোভিড বিধি মেনে সামনাসামনি প্রোপোজ করেন তাহলে উত্তর ইতিবাচক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সেক্ষেত্রে যাঁকে প্রোপোজ করবেন তাঁকে তাঁর পছন্দের জায়গায় নিয়ে গিয়েও প্রোপোজ করতে পারেন।

কী ভাবে প্রোপোজ করা যায়, তার হরেক রকম পদ্ধতি আমাদের শিখিয়েছে অনেক ফিল্ম। তার মধ্যে থেকেও একটা বেছে নিতে পারেন যদি মনের মানুষটির ধরন ফিল্মি হয়!