পঞ্চায়েত নির্বাচন নিয়ে জল ঘোলা ক্রমশ বেড়েই চলেছে। ফের কলকাতা হাইকোর্টের স্ক্যানারে রাজ্য নির্বাচন কমিশন! ৮১ আইএসএফ (ISF) প্রার্থী মনোনয়ন বাতিল মামলায় শুক্রবার ফের হাই কোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হল কমিশনকে।কীভাবে এত প্রার্থীর নাম একসঙ্গে বাতিল হল, তা নিয়ে বেলা দুটোর মধ্যে জবাব তলব করে হাইকোর্ট।
বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, “পঞ্চায়েত ভোট কি হচ্ছে? নির্বাচন কমিশনার পদে কি রাজীব সিনহা এখনও বহাল আছেন? আমি বুঝতে পারছি না কী হচ্ছে!”
পুলিশি নিরাপত্তা দিয়ে মনোনয়ন দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে ১৫ জুন মনোনয়নপত্র জমা দেয় ভাঙড় ২ নম্বর ব্লকের ৮১ জন আইএসএফ প্রার্থী। স্ক্রুটিনিতে পাস করা সত্ত্বেও ২০ জুন থেকে আইএসএফ প্রার্থীরা দেখতে পান কমিশনের ওয়েবসাইটে তাঁদের নাম নেই। ইচ্ছাকৃতভাবে তাঁদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন তারা।