দেশ লিড নিউজ

কতটা শক্তিশালী মোকা? আছড়ে পড়বে কবে?

এক ভয়ংকর ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এর নাম মোখা বা মোকা । বিশ্ব আবহাওয়া সংস্থার নিয়ম অনুযায়ী, বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ করে বিভিন্ন দেশ। এবারের ঘূর্ণিঝড়ের নাম হয়েছে ইয়েমেনের বিখ্যাত কফির নামে–‘মোকা’। আদতে মোকার কোনও আক্ষরিক অর্থ নেই। মোখা হল ইয়েমেনের সমুদ্রবন্দর যেখান দিয়ে বিখ্যাত মোকা কফি রফতানি করা হয় বিশ্বের বিভিন্ন দেশে। ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় কতটা পড়বে সে নিয়ে এখনও নিশ্চিত তথ্য দেয়নি আলিপুর হাওয়া দপ্তর।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। ৭ মে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। ৮ মে নিম্নচাপ আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের চেহারা নেবে। ৯ তারিখ নাগাদ সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। ৭ থেকে ১০ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলার দিকে হবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যায়নি।

প্রতি বছরই এপ্রিল থেকে মে মাস নাগাদ ঘূর্ণাবর্ত তৈরি হয় বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্তই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের চেহারা নেয়। এর অভিমুখ হয় কখনও বাংলা-ওড়িশার দিকে, আবার কখনও বাংলার পাশ দিয়ে সটান বাংলাদেশে চলে যায় ঘূর্ণিঝড়।

প্রাথমিক ভাবে আবহাওয়াবিদরা মনে করছেন, ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকবে উত্তর অভিমুখে। এই ঘূর্ণিঝড় মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। সেই সময় তার অভিমুখ হবে তামিলনাড়ু উপকূলের দিকে। অনুমান, ১০ থেকে ১১ মে মোখা গতিপথ পরিবর্তন করতে পারে। উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে আরও শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়।

পর্যটকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র ও তার তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কয়েকদিন। রবিবার ও সোমবার তুমুল বৃষ্টি হতে পারে এই দুই দ্বীপপুঞ্জ এলাকায়।