বিজ্ঞানীর বলছেন, সারা পৃথিবী জুড়েই করোনার সংক্রমণের হার কমছে। ওমিক্রন নিয়েও আর তেমনই ভয় কাজ করছে না। কিন্তু তার মানে এই নয় যে, করোনাও থেমে গিয়েছে। এটিও প্রতি মুহূর্তে নিজেকে বদলাচ্ছে। ফলে এখনই বলা সম্ভব নয়, এই নতুন ওমিক্রন কতটা ভয়ের হয়ে উঠতে পারে। তবে এটির সংক্রমণের হার যে আগের ওমিক্রনগুলির তুলনায় বেশি, তা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে। সেই হিসাবে কিছুটা সতর্ক থাকার দরকার আছে বলে মনে করছেন তাঁরা।
নতুন এই করোনা সংক্রমণের উপসর্গগুলি নিয়ে বিশেষজ্ঞদের মত, নতুন করোনার উপসর্গগুলি আগের ওমিক্রনের মতোই হবে। তার চেয়ে খুব বেশি আলাদা কিছু হবে না। তবে যেহেতু এখনও পর্যন্ত খুব বেশি মানুষ এই নতুন ওমিক্রনে আক্রান্ত হননি, তাই হাতে বেশি তথ্য আসেনি। সেটি এলে বলা সম্ভব, নতুন ওমিক্রনের উপসর্গগুলি কী কী হতে পারে।
দীপাবলিতে সংক্রমণ বেড়ে যাওয়ার প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, এর কারণ হল দীপাবলি উৎসবের মরশুমে মানুষের মধ্যে মেলামেশার পরিমাণ বাড়বে। স্বাস্থ্যবিধিও হয়তো অনেকে মেনে চলবেন না। আর সেটিই এই মরশুমে নতুন ওমিক্রনকে ছড়িয়ে পড়ার সুযোগ করে দেবে।