আবহাওয়া লিড নিউজ

ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে দক্ষিণবঙ্গে?

শহরজুড়ে মেঘলা আকাশ। মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ঘূর্ণিঝড় মিগজাউম। ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। ভারতীয় মৌসম ভবনের তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১১টা নাগাদ সেই ঘূর্ণিঝড় পুদুচেরির পূর্ব ও উত্তর-পূর্বে ২১০ কিলোমিটার, চেন্নাইয়ের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ১৫০ কিমি। এটি নেল্লোরের দক্ষিণ-পূর্বে ও মছিলিপত্তনমের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের বুক চিড়ে উপকূল ঘেঁষে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই আবহে আরও শক্তি বাড়াতে থাকবে এই সিস্টেম। সোমবার দুপুরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছায় ঘূর্ণিঝড় মিগজাউম। এরপর আরও উত্তর দিকে অগ্রসর হয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছাবে।

মঙ্গলবার দুপুরে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে নেল্লোর ও মছিলিপত্তনমের মধ্যে দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মিগজাউম। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ অন্ধ্র উপকূলে।