কলকাতায় অনুষ্ঠান করতে এসে চিরতরে চোখ বুজলেন গায়ক কে কে। রেখে গেলেন স্ত্রী, পুত্র সহ ভরা সংসার আর তার অসংখ্য ভক্তদের।
মঙ্গলবার রাতে ছন্দপতন হয় বিনোদন জগতে। এদিন কলকাতায় গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠান হওয়ার পর মৃত্যু হয় কেকের। নজরুল মঞ্চে এই অনুষ্ঠানের পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। রাত ১০ টা নাগাদ মৃত্যু হয় তার। পরপর বিভিন্ন কলেজের ফেস্টে পারফর্ম করছিলেন গায়ক। কেউ ভাবতেও পারেননি ওটাই তাঁর শেষ পারফরম্যান্স হবে।
দেশ জুড়ে ছড়িয়ে থাকা তাঁর ভক্তদের জন্য বিভিন্ন রাজ্যে অনুষ্ঠান করতে যেতেন কেকে। প্রচুর লাইভ অনুষ্ঠান করেছেন তিনি। সূত্রের খবর মানলে, এক একটি লাইভ অনুষ্ঠানের জন্য প্রায় ১০-১৫ লক্ষ টাকা নিতেন কেকে। আগের তুলনায় সিনেমায় প্লেব্যাক অনেক কমিয়ে দিলেও সম্পূর্ণ বন্ধ করেননি। এক একটি গান রেকর্ডের জন্য কেকের পারিশ্রমিক ছিল আনুমানিক ৬ থেকে ৭ লক্ষ টাকা।
সারা জীবন প্রচুর পরিশ্রম করেছেন তিনি। বর্তমানে প্রচুর টাকার মালিক কেকে। পরিবারের জন্য রেখে গেলেন ভারসোভাতে বিলাসবহুল বসতবাড়ি। বিভিন্ন মডেলের দামী গাড়িও রয়েছে কেকের। অডি আরএস৫, জিপ চেরোকে, মার্সিডিজ এর মতো গাড়ি রয়েছে কেকের। কেকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬২ কোটি টাকা। প্রতিদিন ২ লক্ষ টাকার বেশি রোজগার ছিল তার। সারাজীবন নিজে পরিশ্রম করে স্ত্রী সন্তানের জন্য সুরক্ষিত জীবন রেখে গেলেন কেকে।