করোনা সংক্রমনের রিপোর্ট রাজ্য লিড নিউজ

covid19-রাজ্যে কমেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু

কলকাতাঃ রাজ্যে  কিছুটা কমেছে করোনা(corona covid19) সংক্রমণ ও মৃত্যু৷বেড়েছে করোনায় (corona covid19)সুস্থতার সংখ্যা৷

বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department )৷ দেওয়া তথ্য অনুযায়ী, একদিনে নতুন করে করেনা (Covid-19) আক্রান্ত হয়েছেন ৮৮২ জন৷ একই সময়ে মৃত্যু হয়েছে ১০ জনের৷আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি৷

রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৬ হাজার ৪৮১ জন৷আর মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৯৮০ জন৷আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি৷একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৫ জন৷মোট সুস্থ হয়ে উঠেছেন ১৪ লক্ষ ৮৫ হাজার ১৭ জন৷ সুস্থতার হার ৯৭.৯৩ শতাংশ৷পজিটিভ রেট ১.৫৪ শতাংশ৷

কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ একদিনে কমেছে ১৫৩ জন৷ তারফলে মোট সংখ্যাটা কমে দাঁড়াল ১৩ হাজার ৪৮৪ জন৷ অন্যদিকে ২৪ ঘন্টায় করোনা টেস্ট হয়েছে ৫৭ হাজার ৯২টি৷ মোট টেস্ট ১ কোটি ৫০ লক্ষ ২৯ হাজার ৮৪৬টি৷ রাজ্যে ১২৬ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷

হোম আইসোলেশনে রয়েছেন ১১ হাজার ১৫৬ জন৷হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৬৫১ জন৷সেফ হোমে মাত্র ৫৭৭ জন৷ রাজ্যের ২০০টি সেভ হোমে বেড সংখ্যা ১১ হাজার ৫০৭টি৷

১৬ জুলাই পর্যন্ত রাজ্যে মোট ভ্যাকসিন পেয়েছেন ২ লক্ষ ৩২ হাজার ৬২০ জন৷ এগ মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১ লক্ষ ৮ হাজার ৮৩৯ জন৷দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ২৩ হাজার ৭৮১ জন৷ রাজ্যে সিভিসি ভ্যাকসিন সেন্টার মোট ২ হাজার ৮ টি৷

১৬ জুলাই পর্যন্ত রাজ্যে মোট ভ্যাকসিন পেয়েছেন ২ লক্ষ ৩২ হাজার ৬২০ জন৷ এগ মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১ লক্ষ ৮ হাজার ৮৩৯ জন৷দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ২৩ হাজার ৭৮১ জন৷ রাজ্যে সিভিসি ভ্যাকসিন সেন্টার মোট ২ হাজার ৮ টি৷

১৫ জুলাইয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘন্টায় নতুন করে করেনা আক্রান্ত হয়েছিল ৮৯১ জন৷ওই সময়ে মৃত্যু হয়েছিল ১২ জনের৷ তবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি ছিল৷

রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৫ লক্ষ ১৫ হাজার ৫৯৯ জন৷আর মোট মৃতের সংখ্যা ছিল ১৭ হাজার ৯৭০ জন৷মোট সুস্থ হয়ে উঠেছিলেন ১৪ লক্ষ ৮৩ হাজার ৯৯২ জন৷ সুস্থতার হার ছিল ৯৭.৯৩ শতাংশ৷ পজিটিভিটি রেট ছিল ১.১৯ শতাংশ৷