সমাজবাদী পার্টির সাংসদ তথা অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন কত সম্পদের মালিক তা নিয়ে অনেকেরই ঔৎসুক্য রয়েছে। তাই জেনে নেওয়া যাক বিগ-বি পত্নীর সম্পদের কথা।
শুধু বলিউড ইন্ডাস্ট্রি নয়, গোটা ভারতবাসীর হৃদয়ে বচ্চন পরিবার এক বিশেষ জায়গা দখল করে আছে। বচ্চন পরিবারের সদস্যরা তাঁদের নম্রতা, সভ্যতা, মানবিকতা এবং উদারতার কারণে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন।
জয়া বচ্চন। অমিতাভ বচ্চনের স্ত্রী। বচ্চন পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কয়েক দশক ধরে গোটা বলিউডে তাঁর আধিপত্য রয়েছে। অভিনয় জীবনের পাশাপাশি তার জীবনের আরেকটি অন্য অধ্যায় রয়েছে; তাঁর রাজনৈতিক জীবন। তিনি দীর্ঘদিন যাবৎ সক্রিয় রাজনীতিতে। শুধু সক্রিয় বলা ভুল হবে তিনি
বর্তমানে সমাজবাদী পার্টির একজন বিশিষ্ট নেত্রী ও সাংসদ।
নির্বাচনী হলফনামায় জয়া জানান তার মোট সম্পত্তির পরিমান প্রায় ১০০০ কোটি টাকা। প্রসঙ্গত, সমাজবাদী পার্টির পক্ষে রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন ২০১৮ সালে নির্বাচনী হলফনামায় তার মোট সম্পদের পরিমান ১০০০ কোটি টাকা বলে ঘোষণা করেন। তবে তারও মাত্র ৬ বছর আগে অর্থাৎ ২০১২ সালে, অমিতাভ জায়ার মোট সম্পদ ছিল ৫০০ কোটি। অর্থাৎ মাত্র ছয় বছরে তার সম্পদ দ্বিগুণ হয়েছে।
২০১২ সালের নির্বাচনী হলফনামায় জয়া জানান, তাঁর কাছে ১২কোটি টাকার গয়না রয়েছে এবং ঋণ রয়েছে ৩১ কোটি টাকা।
অপরদিকে ২০১৮ সালের নির্বাচনী হলফনামায় তিনি বলেন, বর্তমানে তাঁর ২২কোটি টাকার গয়না রয়েছে। পাশাপাশি তাঁর ঋণ বেড়ে হয়েছে ৮৭ কোটি টাকা।
উল্লেখ্য, ২০০৪ সালে জয়া বচ্চন প্রথম সমাজবাদী পার্টির সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৬ সাল পর্যন্ত রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন তিনি। এরপর ২০০৬ এর জুন থেকে ২০১০ এর জুলাই পর্যন্ত তিনি দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হন। অতঃপর তৃতীয়বারের জন্য নির্বাচিত হন ২০১২ সালে। ২০১৮ -তে জয়া বচ্চন আবারও সমাজবাদীর সদস্য হিসাবে রাজ্যসভায় নির্বাচিত হন। অর্থাৎ সবমিলিয়ে পরপর মোট চারবার তিনি সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন।