দেশ ব্রেকিং নিউজ

কীভাবে ছড়াচ্ছে মাঙ্কি পক্স

করোনা সংক্রমণের সংখ্যা ফের চিন্তা বাড়াচ্ছে। আর তারই মধ্যে এবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কি পক্স। সম্প্রতি ইউ এস-এর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-র তরফ থেকে জানানো হয়েছে, বাতাসের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। তবে এক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কম। এছাড়াও মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তির সঙ্গে দীর্ঘক্ষণ থাকলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-র প্রধান রোচেল ওয়ালেনস্কি জানান, ‘মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেই ছড়াচ্ছে এই ভাইরাস। এছাড়াও আক্রান্তদের জামাকাপড় থেকেও মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকেই যায়। সরাসরি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেই মূলত মাঙ্কিপক্স ভাইরাস ছড়ায়।’

জানা গিয়েছে, যাদের শরীরে এই ভাইরাস দেখা গিয়েছে প্রথমে তাদের গায়ে চুলকানি বা যৌনাঙ্গে সমস্যা দেখা দিচ্ছে। পরে তারাই আবার মাঙ্কি পক্সে আক্রান্ত হচ্ছেন। এছাড়াও আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কের মাধ্যমেও এই ভাইরাস ছড়াচ্ছে।

প্রসঙ্গত, এর  আগে আফ্রিকার ৯’টি দেশের বাসিন্দাদের মধ্যে মাঙ্কিপক্সের খোঁজ পাওয়া যায়। গত মাসে বিশেষত ইউরোপের একাধিক দেশ থেকে মাঙ্কিপক্স সংক্রমণের খবর আসতে শুরু করে। তার মধ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর সবথেকে বেশি আসে গ্রেট ব্রিটেন স্পেন ও পর্তুগাল থেকে।