আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

দক্ষিণবঙ্গে আর ক’দিন থাকবে হাড় কাঁপানো ঠাণ্ডা?

উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মঙ্গলবার এবং বুধবার আবহাওয়ার সামান্য বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাড় কাঁপানো ঠাণ্ডা থাকবে। সকাল হতেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে।

মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। প্রায় সমস্ত জেলার তাপমাত্রাই ১৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

সোমবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে তিলোত্তমা। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। এদিকে, কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন এলাকায়। সোমবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

পূর্বাভাস বলছে, কলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। হেমন্তের হিমেল হাওয়ায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মেঘলাই থাকবে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই থাকবে ঘন কুয়াশার দাপট থাকবে। ইতিমধ্যেই কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।