ব্রেকিং নিউজ রাজ্য

weather today: কেমন থাকবে আজকের আবহাওয়া?

আজ বুধবার।হাওয়া অফিস (Alipore weather office) )বলছে, বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপেরজেরে আজ মূলত মেঘলাই থাকবে কলকাতার (kolkata)আকাশ। কিছুতেই বাংলার (westbengal)পিছু ছাড়ছে না বৃষ্টি। আজ ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore weather office)। উত্তরবঙ্গের দুটি এবং পশ্চিমের ৪ টি জেলাতে চলবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বুধবার মূলত শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। অতি হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমদিকের কয়েকটি জেলায়। বৃষ্টি চলবে পাহাড়েও। নিম্নচাপের জেরে কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা৷

বুধবার রৌদ্রজ্বলই থাকবে শহর কলকাতার আকাশ । তবে কিছু কিছু এলাকা অংশত মেঘলা থাকবে। রোদের তেজ বাড়ায় বেশ ভালোই গরম অনুভূত হবে দুপুরের দিকে। বিকেলের পর থেকে অবশ্য হাওয়া বইতে শুরু করবে। দুধবারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১° সেলসিয়াস এবং ২০° সেলসিয়াস। উত্তর ও দক্ষিণ বঙ্গে আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকালের মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বাকি জেলাগুলিতে শুকনোই থাকবে আবহাওয়া।

বুধবার রাতের মধ্যে কোথাও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। খানিকটা হলেও বদলাবে দিনের তাপমাত্রা। বৃষ্টির জেরে ওই দুই জেলায় তাপমাত্রা কিছুটা কমলেও বাকি জেলাগুলিতে খানিক চড়বে পারদ তাপমাত্রা বাড়তে পারে ১-২° সেলসিয়াস। সোমবার দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ সেলসিয়াস। বুধবার সকালের মধ্যে মূলত শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা।

হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। রৌদ্রজ্জ্বল থাকবে বাকি সবকটিই জেলা। বুধবার সকালের মধ্যেও খুব একটা পরিবর্তন হবে না আবহাওয়ার। তবে বৃহস্পতিবার শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের সবকটি জেলা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়।