আজ গত ২ দিনের তুলনায় বেশ কিছুটা বাড়ল তাপমাত্রা। তবে সকাল থেকে হাল্কা শীতের আমেজ এখনও রয়েছে। পাশাপাশি কুয়াশার দাপট অব্যাহত। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকালে যা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এবার ধীরে ধীরে কলকাতা-সহ জেলাগুলির তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার সকালে রাজধানীতে কিছু কুয়াশার দেখা মেলে। আজ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসের গুণমান বিপজ্জনক জায়গায় পৌঁছে গিয়েছে।
এদিকে সোমবারের পর মঙ্গলবার এবং বুধবার দেশের উত্তরভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩-৪ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।