বিনোদন

বন্যা এখন কেমন আছেন?

রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুসপ্তাহ ধরে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেছিলেন, দ্বিতীবারের পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসবে। কিন্তু আজ শুক্রবার জানা গেল, শরীরে ব্যথা ও দুর্বলতা বোধসহ কভিড-১৯ এর কিছু উপসর্গ বাড়তে থাকায় পুরোপুরি বিশ্রামে রয়েছেন তিনি। গত মঙ্গলবার দ্বিতীয় দফায় টেস্টের জন্য তার নমুনা সংগ্রহের কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় তা করা হয়নি। সেটা এক সপ্তাহ পেছানো হয়েছে। তার বড় বোন ফারিহা আনোয়ার এসব তথ্য জানান। আপাতত তিনি বন্যার দেখভালের দায়িত্বে আছেন।

দুসপ্তাহ আগে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর এ কণ্ঠশিল্পীর শারীরিক জটিলতা তেমন ছিল না। তবে মাঝে কিছুটা সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ মোতাবেক বাড়িতেই চলছে তার চিকিৎসা।