গেল শনিবার এক টুইট বার্তায় কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন নিজেই জানিয়েছেন, তিনি কোভিড-১৯ পজিটিভ। এরপরই ছেলে অভিষেক বচ্চনও জানান, তাকেও ধরেছে করোনাভাইরাস। পরে দ্বিতীয় পরীক্ষায় জানা যায়, ঐশ্বরিয়া ও আরাধ্যাও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে জয়া বচ্চন ও অমিতাভ কন্যা শ্বেতা নন্দার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে।
এদিকে, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে বাড়িতেই ছিলেন অমিতাভ বচ্চন। বেশিভাগ সময় কাটিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। শুধু তিনিই নন, অন্য সদস্যরাও বাড়িতে ছিলেন। তবে বাড়িতে থেকে কিভাবে তারা করোনা আক্রান্ত হলেন? এখন অনেকের মনে এই প্রশ্ন।
করোনা শনাক্তের ১০ দিন আগে একটি বিজ্ঞাপনের ডাবিংয়ের জন্য অভিষেক বচ্চন নিজের ডাবিং স্টুডিওতে গিয়েছিলেন। মুম্বাইয়ের জুহুতে, অমিতাভের বাড়ি ‘জলসা’র পাশেই। ধারণা করা হচ্ছে সেখান থেকেই অভিষেক এই ভাইরাস নিয়ে এসেছেন!