২০২১ এর কিছু টুকরো কথা-
২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয় টিকাকরণ। প্রথম টিকা পান কোভিড যোদ্ধা, স্বাস্থ্যকর্মীরা।হাসপাতালে চরমে পৌঁছয় অক্সিজেন সঙ্কট। প্রাণ হারান বহু মানুষ।
সংসদে বাদল অধিবেশন শুরুর আগের দিন একটি অনলাইন পোর্টাল প্রতিবেদনে হয়, দেশে বিরোধী নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন আমলা, বিচারপতির ফোনে নজরদারি চালানো হয়েছে ইজরায়েলি সফটওয়ার পেগাসাসের মাধ্যমে। আঙুল ওঠে মোদি সরকারের দিকে।
পর্ন ছবি তৈরির অভিযোগে গ্রেপ্তার হন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। শার্লিন চোপড়া, পুনম পাণ্ডেদের পর্ন ভিডিওতে অভিনয়ের টোপ দেওয়ার অভিযোগ ওঠে। রাজ অভিযোগ অস্বীকার করেন। সেপ্টেম্বরের শেষে জামিন পান রাজ।
২ অক্টোবর রাতে গোয়াগামী প্রমোদতরীতে তল্লাশি এনসিবি–র। আটক বেশ কয়েক জন। পরের দিন শাহরুখ–পুত্র আরিয়ান, তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট, মডেল–বন্ধু মুনমুন ধামিচা সহ সাত জন গ্রেপ্তার। অবশেষে ২৮ অক্টোবর জামিন পান আরিয়ান।
শীতকালীন অধিবেশনে তিন কৃষি আইন প্রত্যাহার বিল পাশ করিয়ে নেয় কেন্দ্র। কেন্দ্রের আশ্বাসে দীর্ঘ এক বছর পর আন্দোলন প্রত্যাহার করে কৃষকরা।
গোটা বছর ধরে মধ্যবিত্তকে নাস্তানাবুদ করেছে পেট্রোল আর ডিজেলের মূল্য। ভারতে ক্রমেই বেড়েছে দাম। দেশের বহু শহরে সেঞ্চুরি হাঁকিয়েছে জ্বালানির দাম। সারা দেশে গত ৪ নভেম্বর এক সঙ্গে পেট্রোল ও ডিজেলের দাম কমেছিল।
৮ ডিসেম্বর তামিলনাড়ু কুন্নুরের কাছে ভেঙে পড়ে সেনার চপার। তাতে সওয়ার ছিলেন ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত, স্ত্রী মধুলিকা রাওয়াত এবং আরও ১২ জন সেনা অফিসার ও কর্মী। মৃত্যু হয় সকলের।
২১ বছর পর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের জয়জয়কার। খেতাব জেতেন ভারতের সুন্দরী হরনাজ সান্ধু।
আন্তর্জাতিক স্বীকৃতি পেল রাজ্যের দুর্গাপুজো। ইউনেস্কোর ‘সাংস্কৃতিক ঐতিহ্যের’ তালিকায় জুড়ে গেল দুর্গোৎসবের নাম। দুর্গাপুজোর অনন্য বৈশিষ্ট্যের জন্য ‘হেরিটেজ’ তকমা পেল বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব।
এ বছর প্রসাধনী সংস্থা শ্যানেলের সিইও হয়েছেন আরও এক ভারতীয়। নাম লীনা নায়ার। জন্ম কোলাপুরে। প্রথম মহিলা এবং কনিষ্ঠতম সিইও তিনি।
৬৮ বছর পর ফের এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা গোষ্ঠী। প্রায় ১৮ হাজার কোটি টাকায় রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি কিনে নিলেন রতন টাটা। দরপত্র দিয়েছিল স্পাইস জেটও।