বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হল পৃথিবীতে চলে এসেছে ওমিক্রনের দুটি নতুন সাব ভেরিয়েন্ট।
হু’ র এর তরফ থেকে নতুন স্ট্রেন BA.4 এবং BA.5 পর্যবেক্ষণ করে জানানো হয়েছে, করোনার এই নতুন ভেরিয়েন্ট সংক্রমণ তেমন মারাত্মক নয়। গ্লোবাল GISAID ডাটাবেস থেকে BA.4 এবং BA.5 এর প্রায় কয়েক ডজন কেস রিপোর্ট করা হয়েছে। ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সি গত সপ্তাহে বলেছে যে ১০ই জানুয়ারী থেকে ৩০ শে মার্চের মধ্যে, দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক, বতসোয়ানা, স্কটল্যান্ড এবং ইংল্যান্ডে BA.4-এর সংক্রমনের ঘটনা ঘটেছে।
গত সপ্তাহ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় BA.5-এর সমস্ত ঘটনাই রিপোর্ট করা হয়, কিন্তু সোমবার বতসোয়ানার স্বাস্থ্য মন্ত্রক বলেছে যে ৩০ থেকে ৫০ বছর বয়সী সমস্ত লোকের মধ্যে BA.4 এবং BA.5-এর চারটি কেস শনাক্ত করা হয়েছে। এই লোকেদের সম্পূর্ণ করোনার টিকা দেওয়া হয়েছিল এবং ওই সংক্রমিত ব্যক্তির দেহে হালকা উপসর্গ রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ওমিক্রনের এই নতুন রূপ নিয়ে এখনো পর্যন্ত অনেক পরীক্ষার প্রয়োজন রয়েছে। এর মধ্যে কিছু মিউটেশন বিপজ্জনক। ভাইরাসগুলি সব সময় পরিবর্তিত হয়, কিন্তু মাত্র কয়েকটি মিউটেশন টিকা বা সংক্রমণের সাথে সম্পর্কিত অনাক্রম্যতা ছড়িয়ে দেওয়ার বা এড়ানোর ক্ষমতাকে প্রভাবিত করে বা গুরুতর রোগ সৃষ্টি করে।