ব্রেকিং নিউজ রাজ্য

কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়?

করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। জানা গেছে, গতকাল রাতে তাঁর ভাল ঘুম হয়েছে। রাইলস টিউব দিয়েই খাবার খাওয়ানো হচ্ছে। জ্বরও ততটা নেই, রক্তচাপও প্রায় স্বাভাবিক। আপাতত অক্সিজেন সাপোর্টে রয়েছেন প্রবীণ সঙ্গীতশিল্পী। চিকিৎসকরা জানাচ্ছেন, তার অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল।

ডঃ সুশান মুখোপাধ্যায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসকের দল গঠন করা হয়েছে তাঁর চিকিৎসার জন্য। সেই দলে রয়েছেন একজন পালমোনোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক বিশেষজ্ঞ ও নেফ্রোলজিস্ট। শুক্রবার দুপুরে মেডিক্যাল বোর্ডের বৈঠক হয়। সেখানে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ বোধ করেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তারপরই তাঁকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর, শ্বাসকষ্ট-সহ বিভিন্ন উপসর্গ থাকায় তাঁর করোনা পরীক্ষা করা হয়। জানা যায়, তাঁর ফুসফুস এবং হৃৎপিণ্ডে সংক্রমণ রয়েছে। এরপরই মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে সঙ্কটজনক হলেও এখন তিনি স্থিতিশীল বলে খবর।