জেলা ব্রেকিং নিউজ

আগুনে ভস্মীভূত ঘর ও দোকান, ক্ষতি লক্ষাধিক টাকা

শুক্রবার রাতে হঠাৎ আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় দোকানঘর যাবতীয় জিনিসপত্র। প্রথমে একটি সাইকেলের দোকানে আগুন লাগে। সেখানে দুটো গ্যাস সিলিন্ডার ছিল তা ফেটে যায় ফলে আগুন ভয়ানক চেহারার আকার ধারণ করে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোকান সংলগ্ন বাড়ির মধ্যে। দোকান ও বাড়ি পুরোপুরি আগুন লেগে ভষ্মিভূত হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সোনা গয়না গুরুত্বপূর্ণ নথি পত্র ছেলেমেয়েদের বই খাতা সব পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা বসিরহাট পুরসভা ১৮নম্বর ওয়ার্ডের ভ্যাবলা বাজার এলাকায়।

সেই সময় বাড়ির মালিক নুর ইসলাম গাজী সহ ছয় জন পরিবারের সদস্য স্থানীয় কাউন্সিলর এর বাড়িতে যায় । প্রায় এক ঘন্টা আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে।ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে নেভানোর আগেই পুড়ে ছাই হয়ে যায় সমস্ত কিছু।

সাইকেলের দোকানে কি কারনে দাহ্য পদার্থ মজুদ করা হয়েছিল? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি সাইকেল সারাই করার জন্য যে সব সরঞ্জাম মজুদ করা ছিল গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য দাহ্য পদার্থ থেকে আগুন লাগলো কিনা তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। দোকান ঘর আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে অসহায় গাজী পরিবার। সব কিছু হারিয়ে সাহায্যের আবেদন জানায় নুরু ইসলামের পরিবার।