রাজ্য লিড নিউজ

House Crack Panic: বউবাজারের বাড়ি ফাটলের আতঙ্ক এবার সোনারপুরে

বৌবাজারের বাড়ি ফাটলের আতঙ্ক এবার সোনারপুরে। রাজপুর সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে চৌহাটিতে বহুতল নির্মানের কাজের জেরে ফাটল ধরল এলাকার একমাত্র বিদ্যালয় সহ একাধিক বাড়িতে। বাড়িতে ফাটলের জেরে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ নির্মিয়মান প্রজেক্টের মেশিন চালু করা হলেই গোটা বাড়ি কাঁপতে শুরু করে। খাটে শুয়ে থাকলেও কাঁপুনির জেরে শারীরিক সমস্যা ভোগ করতে হয়। এই ব্যাপারে অনেকেই নির্মিয়মান বহুতলে কর্মরতদের কাছে নিজেদের অভিযোগ জানিয়েছেন অনেকেই আবার লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরসভায়। সোনারপুর থানার আইসির তরফ থেকে বলা হয় যে যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেবে ওই সংস্থা। স্থানীয় কাউন্সিলর রাজীব পুরোহিত বলেন, কোম্পানির তরফ থেকে ক্ষতিপূরণের বিষয়টি মেনে নিয়েছে স্থানীয় বাসিন্দারা।

এই বিষয়ে সিপিএম নেতা ও সোনারপুরের বাসিন্দা সুজন চক্রবর্তী বলেন, ‘চৌহাটি এলাকায় প্রাইভেট কোম্পানি হাঙড়ের মত করে ঝাঁপিয়ে পড়েছে। আশেপাশের বাড়িতে ফাটল ধরছে অথচ কারোর হেলদোল নেই। যাদের বাড়ি ফাটল ধরছে তাদের পাশে কি কেউ দাঁড়াবে না?’ পুরসভার ও আরবান ডেভেলপমেন্ট দপ্তরের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনায় পুলিশের ভুমিকার সমালোচনা করে তার বক্তব্য, ‘এটা কি ওসি নাকি সাব ইন্সপেক্টর, কাজ নাকি টাকা নিয়ে রফা করে দেবে। আশেপাশের মানুষের বিপদের কথা না ভেবেই কোটি কোটি টাকার রফা চলছে।’ পুলিশের কাজ অভিযানে নেওয়া সালিসি করা নয় বলে জানান সুজন চক্রবর্তী।