দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দি করে রাখা হয়েছে। দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তারপরই তাঁর বাড়ির সামনে ব্যারিকেড তৈরি করেছে দিল্লি পুলিশ। এই চাঞ্চল্যকর অভিযোগ করেছে আম আদমি পার্টি। দলীয় নেতা–কর্মীদের তো বটেই, এমনকী দিল্লির বিধায়কদেরও নাকি তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। মঙ্গলবার ভারত বনধের দিন বিস্ফোরক অভিযোগ করল আম আদমি পার্টি।
এদিন সকালে আপের পক্ষ থেকে টুইট করে লেখা হয়, ‘গুরুত্বপূর্ণ: সিংঘু থেকে ফেরার পর বিজেপি’র দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দি করে রেখেছে। তাঁর বাড়িতে কাউকে ঢুকতে এবং বেরোতে দেওয়া হচ্ছে না।’ আপ বিধায়ক সৌরভ ভারদ্বাজ দাবি করেন, ‘মুখ্যমন্ত্রীর বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সমস্ত সরকারি বৈঠক বাতিল করতে হয়েছে। দলীয় কর্মীরা দেখা করতে গেলে তাদের মারধর করা হচ্ছে।’
উল্লেখ্য, সোমবার সিংঘু সীমানায় অবস্থানরত কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেজরিওয়াল। সেখানে কৃষকদের পাশে দাঁড়ানো বার্তা দেওয়ার পাশাপাশি, তাঁদের জন্য কী ব্যবস্থা করা হয়েছে, সেইসব কিছু খতিয়ে দেখেছিলেন তিনি। আম আদমি পার্টির এই অভিযোগ খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের ডিসিপি (নর্থ) অ্যান্টো আলফান্সো জানান, মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করা হয়নি। নিয়ম মেনেই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আপের সঙ্গে অন্য রাজনৈতিক দলের সংঘর্ষ এড়ানো যায়।