রাত পোহালেই পুরসভা নির্বাচন। আর তার আগে উত্তপ্ত হাবরা । আগামীকাল হাবরায় পুরসভা নির্বাচন, তার আগে আজ হাবরা থানায় তৃণমূলের বিরুদ্ধে ডেপুটেশন জমা দেয় বিজেপি।
উত্তর ২৪ পরগনা জেলার হাবরা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী লক্ষ্মী রাহা সহ একাধিক বিজেপি কর্মী ও প্রার্থীদের প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি ভোটের দিন ভোট কেন্দ্রে বসতে বারণ করারও অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে শনিবার হাবড়া থানায় ডেপুটেশন জমা দেন বিজেপির স্থানীয় নেতা কর্মীরা।
বিজেপি নেতৃত্বের দাবি, যে ভাবে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে তাতে আতঙ্কিত বিজেপি কর্মী থেকে সাধারণ মানুষ প্রত্যকেই।প্রার্থীদেরও যেভাবে ভয় দেখানো হচ্ছে তাতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার জন্য অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী দরকার। এদিন এই ডেপুটেশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি তাপস মিত্র।
এদিন তিনি বলেন, হাবরা তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের মদতেই তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ওপর চড়াও হচ্ছে। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই জেলায় ভোট করানোর দাবি নিয়ে হাবরা থানায় ডেপুটেশন দেন বিজেপি জেলা সভাপতি তাপস মিত্র ।
তিনি আরও বলেন, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যে ভাবে বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে তাতে আতঙ্কিত হয়ে পড়ছে বিজেপি কর্মীরা। পাশাপাশি প্রার্থীদেরও যেভাবে ভয় দেখানো হচ্ছে তাতে রাজ্য পুলিশের নজরদারিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা সম্ভব নয়।সুষ্ঠু ভাবে নির্বাচন করার জন্য অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন।”