There are two common ideas about drinking milk. Some people think that hot milk is more beneficial for the body. And according to some, cold milk is better. In fact, both cold and hot have different health benefits.
স্বাস্থ্য

দুধ ঠান্ডা নাকি গরম বেশি উপকারী?

অনেকেই দুধ ঠান্ডা খেতে পছন্দ করেন, আবার কেউ গরম। তবে ঠান্ডা ও গরম দুধের মধ্যেও কিছু পার্থক্য রয়েছে। দুধ পান নিয়ে দুই রকম ধারণা প্রচলিত আছে। কেউ মনে করেন গরম দুধ শরীরের জন্য বেশি উপকারী। আর কারোর মতে ঠান্ডা দুধই বেশি ভালো। আসলে ঠান্ডা ও গরম উভয়েরই রয়েছে ভিন্ন রকম স্বাস্থ্য উপকারিতা। চলুন জেনে নেয়া যাক এই বিষয়ে সঠিক কিছু তথ্য :

ঠান্ডা দুধের উপকার

  • আলসার বা অ্যাসিডিটিতে ভুগে থাকলে পান করুন ঠান্ডা দুধ। এক গ্লাস ঠাণ্ডা দুধের সঙ্গে ১ টেবিল চামচ ইসবগুল মিশিয়ে পান করলে কমবে অ্যাসিডিটি।
  • ঠান্ডা দুধ ওজন কমাতে সহায়তা করে। দুধে থাকা ক্যালসিয়াম শরীরের বিপাক প্রক্রিয়া বাড়িয়ে দেয়, এতে ক্যালোরি খরচ হয় বেশি।
  • এক গ্লাস ঠান্ডা দুধ পান করলে আপনি অনেকক্ষণ ধরে আর কিছু খাওয়ার আগ্রহ বোধ করবেন না। এতে করে বেশি খাওয়ার প্রবণতা কমে ওজন কমবে।
  • ঠান্ডা দুধে প্রচুর ইলেকট্রোলাইট থাকে, যা ডিহাইড্রেশন দূর করে।
  • ঠান্ডা দুধ শরীরে জলের মাত্রা ঠিক রেখে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।

গরম দুধের উপকার

  • রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ পান করলে ঘুম ভালো হয়। দুধে অ্যামাইনো অ্যাসিড থাকে যা ঘুম ভালো হতে সাহায্য করে। দুধ গরম করা হলে অ্যামাইনো অ্যাসিড সক্রিয় হয়ে ওঠে।
  • আবহাওয়া পরিবর্তনে বা এমনিতে সাধারণ ঠান্ডায় যদি আপনি আক্রান্ত হন তাহলে দুধের সঙ্গে মধু মিশিয়ে পান করলে ঠান্ডা দূর হয়।
  • গরম দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করলে পিরিয়ডের অসুস্থতায় প্রশান্তি মেলে। দুধে থাকা পটাশিয়াম পিরিয়ডকালীন ব্যথা দূর করে ও হলুদ শরীর থেকে টক্সিন বের করে দেয়।