দেশ লিড নিউজ

উত্তপ্ত নাগাল্যান্ড, নিরাপত্তা নিয়ে চিন্তা কেন্দ্রের

সেনাবাহিনীর গুলিতে ১৪ জন নিরীহ গ্রামবাসীর প্রাণহানিতে উত্তপ্ত নাগাল্যান্ড। যার জেরে উত্তাল গোটা দেশ। ঘটনায় চরমে পৌঁছেছে কেন্দ্র- রাজ্য সংঘাত। শনিবার রাতের অন্ধকারে নাগাল্যান্ডের ওটিং গ্রাম থেকে একটি পিকআপ ভ্যানে চেপে ফিরছিলেন গ্রামবাসীরা। সন্ত্রাসবাদী ভেবে তাঁদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তাবাহিনী।

ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। তারপর থেকে উত্তপ্ত গোটা এলাকা। এই ঘটনায় সেনার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে নাগাল্যান্ড পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। গ্রামবাসীদের কথায়, নিহত গ্রামবাসীরা খনি থেকে কাজ সেরে রাতে ঘরে ফিরছিলেন৷ সেই সময় হঠাৎই তাদের ওপর গুলি চালায় সেনাবাহিনী।

গোটা ঘটনা নিয়ে যথেষ্ট চাপে পড়েছে কেন্দ্রীয় সরকার এবং তারা মূলত গোয়েন্দা রিপোর্টকেই দায়ী করছে। তাদের বক্তব্য, ভুল গোয়েন্দা রিপোর্টের জন্য এত বড় ঘটনা ঘটে গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ওই রাস্তা দিয়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে এবং সেই তথ্য পাওয়ার পরেই সেনাবাহিনী ওই এলাকায় অভিযানের সিদ্ধান্ত নেয়। নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ ইউনিট সেখানে আগে থেকেই মোতায়ন করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে গোটা অভিযানটাই ভুল তথ্যের উপর ভিত্তি করে হয়েছিল।

নাগাল্যান্ডের ঘটনায় নিহতদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই নিহতদের পরিবারকে ১১ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন।