রাজ্য লিড নিউজ

যুবককে পিটিয়ে মারার অভিযোগে উত্তপ্ত বেলঘড়িয়া

যুবককে পিটিয়ে মারার অভিযোগে উত্তপ্ত নেশা মুক্তি কেন্দ্র। বেলঘড়িয়া ৫ নম্বর যতীন দাস নগর এলাকার একটি নেশা মুক্তি কেন্দ্রর এক রোগীকে চিকিত্‍সা না করে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল ডাক্তারের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। মৃত ওই যুবকের নাম সুমন সর্দার। তিনি বেলঘড়িয়ার বাসিন্দা বলে জানা গেছে। যুবকের মৃত্যুর খবর পেতেই নেশা মুক্তি কেন্দ্রে এদিন ব্যাপক ভাঙচুর চালায় মৃতের পরিজনেরা। এমনকি ক্ষোভের বসে গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে মৃতের পরিজনের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, মৃতের মা ছেলেকে নেশা মুক্তি কেন্দ্র ভর্তি করেছিলেন। সেখান থেকে জানানো হয়েছিল, ৪৫ দিনের আগে দেখা করতে করতে দেওয়া যাবে না। এরপর নিয়মিত ফোন করলে নেশা মুক্তি কেন্দ্রের তরফে জানানো হয় যে তার ছেলে ভালো আছে, খাওয়া-দাওয়া করছে। তারপরে আচমকাই মঙ্গলবার সকালে তার মাকে ফোন করে জানানো হয়, নেশা মুক্তি কেন্দ্রে আসার জন্য। এরপর জানানো হয় ছেলে আর বেঁচে নেই।

প্রায় ৩ মাসের টাকা আগাম চেয়েও নেওয়া হয় পরিবারের কাছ থেকে বলে অভিযোগ । এক সপ্তাহ যেতেই এই ঘটনা ঘটায় হতবাক পরিবারের সদস্যরা। খবর পেতেই কান্নায় ভেঙে পড়েন সদস্যরা। এরপরই উত্তেজিত জনতা রাগে ফেটে পড়ে। ক্রমশ দেখাতে থাকে বিক্ষোভ। চিকিত্‍সকের ওপর রাগে ফেটে পড়ে পরিবার-পরিজনেরা। অভিযোগ ওঠে ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছেন চিকিত্‍সক। গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ।