আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশেপাশের এলাকায় সোমবার তিনটি বড় বিস্ফোরণ ঘটেছে। সন্দেহ করা হচ্ছে, ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন দুই ভারতীয় ও একজন পাকিস্তানি নাগরিক। এ ছাড়া এই ঘটনায় আহত আরও ছয়জন।
বিস্ফোরণের পর বিমানবন্দরে আগুনও দেখা যায়। সংযুক্ত আরব আমিরাত তদন্ত শুরু করার আগেই ইরান-সমর্থিত হুথি সংগঠন এই হামলার দায় স্বীকার করে নেয়। বিবৃতি জারি করে সংগঠনটি জানায়, তারা সংযুক্ত আরব আমিরাতের উপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় খবর অনুযায়ী, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির পেট্রোল বহনকারী ট্যাংকারে এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্যাঙ্কারে আগুন ধরার ঠিক আগে আকাশে ড্রোনের মতো কিছু দেখা গিয়েছিল। বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণের জন্য পুলিশ ও কর্মকর্তাদের একটি দল পাঠানো হয়।
হুথি মুখপাত্র এর দাবি, হুথিরা আগামী কয়েক ঘন্টার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের উপর সামরিক অভিযান পরিচালনা করবে। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে ইয়েমেনে গৃহযুদ্ধের একটি অংশ হয়ে উঠেছে। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাত আরব জোটের অংশ হিসাবে ইয়েমেনে সরকার পরিবর্তনের দাবি করা হুথি সংগঠনের বিরুদ্ধে অভিযান শুরু করে।
গত বছরের ফেব্রুয়ারিতে হুথিরা ড্রোন দিয়ে দক্ষিণ সৌদি আরবের একটি বিমানবন্দরে হামলা চালায়। ফলে একটি বেসামরিক বিমানে আগুন ধরে যায়। ২০২১ সালের আগস্ট মাসে হুথিরা আরেকটি সৌদি বিমানবন্দরকে লক্ষ্য করেছিল। এর আগেও কয়েকবার সৌদি বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে হুথিরা। তবে এই প্রথমবার সংযুক্ত আরব আমিরাতের কোনও বিমানবন্দরে হুথিদের বড় ধরনের হামলার ঘটনা ঘটল।