আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে

ফের ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠলো পাকিস্তান। মঙ্গলবার দুপুরে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল করাচি। পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে একটি গাড়ির ভিতরে রাখা বোমা ফেটে ওই বিস্ফোরণ ঘটেছে। চত্বরের অন্দরে কনফুসিয়াস ইনস্টিটিউটের একেবারে কাছেই বিস্ফোরণ ঘটেছে বলে খবর। সূত্রানুসারে, আক্রান্তরা কনফুসিয়াস ইনস্টিটিউটে ফিরছিলেন। বিদেশি ভাষা শেখানো হয় ওই ইনস্টিটিউটে।

ওই বিস্ফোরণে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত অনেক। জানা যাচ্ছে, নিহতদের মধ্যে দু’জন বিদেশি। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে পাক প্রশাসন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশ্ববিদ্যালয় চত্বরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পাক নিরাপত্তা বাহিনী।বিস্ফোরণে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থায় সংকটজনক বলে জানা গিয়েছে। তবে কারা এই বিস্ফোরণের জন্য দায়ী তা এখনও জানা যায়নি।

এই বিস্ফোরণের পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কিনা সেই প্রসঙ্গে গুলশনের পুলিশ সুপারিটেন্ডেন্ট জানান, তদন্ত চলছে, এখন কিছু বলা সম্ভব নয়, এটা কোনও সন্ত্রাসবাদী হামলা নাকি দুর্ঘটনা।

কিছু দিন আগেই ইমরান খান সরকারকে পদচ্যুত করে পাকিস্থানে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। আর শরিফের পাক মসনদে বাসার এক মাসের মধ্যেই এই বিস্ফোরণ ফলে এই ঘটনায় যথেষ্ট চাপে থাকবে পান নতুন সরকার।