Horrible condition in America. Last 24 hours more than four thousand people died of Corona.Total 33 thousand people already died all over the country.
আন্তর্জাতিক

মৃত্যুমিছিলের ওপর দাঁড়িয়ে আমেরিকা

একদিনে ২৫০০–এর মতো মৃত্যু দেখল আমেরিকা। শুক্রবার সেই রেকর্ডকেও ভেঙে দিল করোনার ছোবল। ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ছুঁইছুঁই। মারা গেছেন ৩২ হাজার ৯১৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৪৯১ জন।
মৃত্যুমিছিলের জেরে নিউইয়র্কে ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। কারণ, শুধু এই শহরেই ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আমেরিকায় এখন করোনার ভরকেন্দ্র হল হাডসন নদীর পাড়ের শহর। কিন্তু ২৪ ঘন্টায় আমেরিকায় মৃতের সংখ্যা এভাবে লাফিয়ে বাড়বে তা বিশেষজ্ঞরাও আশঙ্কা করেননি। এই অবস্থায় হোয়াইট হাউস নয়া গাইডলাইন প্রকাশ করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বাণিজ্য ও অন্যান্য পরিষেবা ধাপে ধাপে শুরু করতে চাইছে ওয়াশিংটন।
উল্লেখ্য, এশীয় কোনও দেশ থেকে নয়, গত দু’–তিন মাসে ইউরোপীয় দেশগুলি থেকে আসা পর্যটকদের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ হচ্ছে। দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত রিপোর্টে এমনটাই দাবি করা হয়। নিউইয়র্কের একদল গবেষকের মতে, মাত্র দু’সপ্তাহে নিউইয়র্কে এতটা সংক্রমণ হতে পারে না। দু’তিন মাস ধরে করোনা ছিল। কিন্তু সেভাবে প্রকাশ পায়নি।