মহেশতলার বাটা মোড়ে জনবহুল, ব্যস্ত এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি। সকালে ব্যাঙ্ক খুলতেই দেখা যায়, স্টেট ব্যাঙ্কের এই শাখার লকার রুমের দরজার তালা ভাঙা, পিছনের দরজাও ভাঙা ছিল।
ব্যাঙ্কের ভিতরের সিসি ক্যামেরার তার কাটা ছিল, ডিভিআর-ও গায়েব। কত টাকা বা সোনাদানা খোয়া গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। অনুমান, রাতে ব্যাঙ্কে কোনও নিরাপত্তারক্ষী থাকেন না। সেই সুযোগেই এই লুঠ।
জানা গিয়েছে, শুক্রবার নির্দিষ্ট সময়ে লকার রুমে তালা লাগিয়ে ব্যাঙ্ক বন্ধ করে যান নিরাপত্তা রক্ষী। দুদিন ছুটির পর সোমবার সকালে যখন ব্যাঙ্ক খুলতে আসেন, তিনিই প্রথম বিষয়টি লক্ষ্য করেন। তখনও পর্যন্ত ম্যানেজার এসে পৌঁছননি। তারপর খবর দেওয়া হয় মহেশতলা থানায়।
নিরাপত্তা নিয়ে চিন্তিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকরা। মহেশতলার বাটা মোড়ে আরও একটি ব্যাঙ্ক রয়েছে, রয়েছে একাধিক এটিএম। গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার নজরদারি কি ছিল? প্রশ্ন গ্রাহকদের। এদিন ব্যাঙ্কের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন গ্রাহকরা।
You must be logged in to post a comment.