আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

থাইল্যান্ডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১৪, আহত বহু

ভয়াবহ দুর্ঘটনা থাইল্যান্ডে। সোমবার গভীর রাতে পশ্চিম থাইল্যান্ডের প্রচুয়াপ খিরি খান প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে উলটে যায় যাত্রীবাহী বাস। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। আহত হয়েছেন ২০ জনেরও বেশি।

জানা গিয়েছে, গাছে ধাক্কা লাগার পর বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় উদ্ধারকারী দল ও পুলিশ। ধ্বংসাবশেষ থেকে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে রাষ্ট্রায়ত্ত পরিবহণ সংস্থা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।