সাতসকালে হাবড়া থানার অন্তর্গত রুদ্রপুর বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত এক, আহত আরো দুই বাইক আরোহী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছটা নাগাদ বিকট শব্দ শুনে ঘুম ভাঙ্গে এলাকার সাধারণ মানুষের তড়িঘড়ি রাস্তায় গিয়ে দেখতে পায় রাস্তার উপরেই লুটিয়ে পড়ে আছে তিন যুবক। খবর দেওয়া হয় হাবড়া থানায়। এরপর হাবড়া থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে তিন যুবককে উদ্ধার করে হাবড়া জেনারেল হসপিটালে পাঠালে সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা এক যুবককে মৃত বলে ঘোষণা করেন এবং আরো দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতায় স্থানান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম কুতুব উদ্দিন মন্ডল। আহত দুই যুবককে নাম আকরাজ গাজী ও ফিরোজ শেখ। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে হাবড়া থানার পুলিশ।