জেলা ব্রেকিং নিউজ

ভয়াবহ পথ দুর্ঘটনা বীরভূমে

যাত্রী বোঝাই অটো ও সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৯ জনের। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, বীরভূমের রামপুরহাট থানার তেলডা গ্রামের কাছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে পুলিশ। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে রামপুরহাট থানার তেলডা গ্রামের কাছে। পুলিশ সূত্রে খবর, সিউড়ির দিকে আসছিল সরকারি বাসটি। অন্যদিকে কাজ সেরে অটোয় চেপে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। জাতীয় সড়কের উপর সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে অটোকে। অটোতেই বসেছিলেন শ্রমিকেরা। দুর্ঘটনায় পুরো দুমড়েমুচড়ে যায় অটোটি। দুর্ঘটনায় গুরুতর আহত অটোর চালক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে রামপুরহাট মহকুমা হাসপাতালে।

এই ঘটনার উচ্চ পর্যায়ের প্রশাসনিক তদন্তের নির্দেশ দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন পরিবহন মন্ত্রী।

মর্মান্তিক দুর্ঘটনার কারণ খুঁজতে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে তদন্ত শুরু হয়ে গেছে। পাশাপাশি কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে। ঘটনাস্থলে পৌঁছেছেন ডিএম বীরভূম সহ জেলার প্রশাসনিক আধিকারিকরা। পরিবহন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারিকেও ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পোস্টমর্টেম করে পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।