ভয়াবহ বাস দুর্ঘটনা সৌদি আরবে। সোমবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে সৌদি আরবের আসির শহরের কাছে। মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ২০ জন তীর্থযাত্রীর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আহত ২৯ জনেরও বেশি। রমজানের প্রথম সপ্তাহেই মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
জানা গিয়েছে,রমজান মাসে উমরাহের জন্য সোমবার তীর্থযাত্রীদের নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেয় বাসটি। আচমকাই আসির শহরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ব্রিজে ধাক্কা মারে। তৎক্ষণাৎ বাসটি পাল্টি খেয়ে মাঝরাস্তায় পড়ে যায়। এরপরই তীর্থবোঝাই বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। আতঙ্কিত হয়ে যাত্রীরা চিৎকার শুরু করেন। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ প্রশাসনও। এরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।