মহারাষ্ট্রের গোন্ডিয়ায় মারাত্মক এক বাস দুর্ঘটনায় মৃত্যু দশ জনের। স্থানীয় সূত্রে খবর, এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও একাধিক যাত্রী। ঘটনায় ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু করেছে সরকার। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, মহারাষ্ট্রের ভান্ডারা থেকে গোন্ডিয়ার পথে যাচ্ছিল ওই সরকারি বাস। দুপুর সাড়ে ১২টা নাগাদ। হঠাৎ বাসটির সামনে চলে আসে একটি মোটর সাইকেল। ওই বাইক চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাস। যার জেরে হাইওয়ের উপর পালটি খেয়ে যায় বাসটি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নামেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া স্থানীয় হাসপাতালে। জানা গিয়েছে, বাসটিতে অন্তত ৩৫ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। বাকি যাত্রীদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। সকলেই কমবেশি আহত হয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।