ভয়াবহ বাস দুর্ঘটনা হরিপালের ইলিপুরে অহল্যা বাই রোডে। আর এই দুর্ঘটনার জেরে মৃত্যু হল একজনের। আহত আরও ৩৫ জন। আহতদের মধ্যে ১৫জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে তড়িঘড়ি কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিন ২৪ পরগনার রায়দিঘি এলাকার ৬৭ জনের একটি পর্যটক দল গত সোমবার অযোধ্যা বেড়াতে যায়। সেখান থেকেই মঙ্গলবার ভোররাতে ফেরার পথে হরিপালের ইলিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি নয়ানজুলিতে উল্টে যায় বাসটি।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হরিপাল ও চন্ডীতলা থানার পুলিশ। এরপর পুলিশি সহায়তায় স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় একজনের। আহতদের মধ্যে ১৫জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁদেরকে তড়িঘড়ি কলকাতায় স্থানান্তরিত করা হয়।
বাস যাত্রীদের দাবি, অনেকেই বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন সম্ভবত বাস চালকেরও ঘুম পেয়ে গিয়েছিল। বাসটি প্রথমে একটি গাড়ির পিছনে ধাক্কা মারে তারপর নয়ানজুলিতে উল্টে যায়। অপর একটি টুরিস্ট বাস তাদের উদ্ধার করে পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের দেখতে বুধবার সকালেই হরিপাল হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক করবি মান্না। এই দুর্ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন,”অযোধ্যা থেকে ফেরার পথে বাসটি উল্টে সকলেই আহত হয়েছেন। হরিপাল ও চন্ডীতলা থানার পুলিশ এবং স্থানীয়দের সাহায্যে উদ্ধার হন যাত্রীরা। আহতদের চিকিৎসা চলছে। তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে।”