ব্রেকিং নিউজ রাজ্য

হুগলি ব্রিজে শুরু মেরামতির কাজ! যানচলাচলে বড় বদল

নভেম্বর মাসের পয়লা তারিখ থেকে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজে যানচলাচলের নিয়মে আসছে বড় বদল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে দ্বিতীয় হুগলি ব্রিজ মেরামতির কাজ শুরু করছে হুগলি রিভার ব্রিজ কমিশন হুগলি ব্রিজের দুটি লেন দিয়ে যান চলাচলের নিয়মেও বেশ কিছু বদল আনা হয়েছে। ১ নভেম্বর থেকে পরবর্তী আটমাস দ্বিতীয় হুগলি ব্রিজের মেরামতির কাজ শেষ না হওয়া অবধি হাওড়া ও কলকাতামুখী পণ্যবাহী বড় ও মাঝারি গাড়ি চলাচলের ক্ষেত্রে জারি থাকবে এই নির্দেশিকা।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ১ নভেম্বর থেকে শুরু হবে এই ব্রিজ মেরামতির কাজ। প্রথম দফায় হাওড়াগামী ও দ্বিতীয় দফায় কলকাতাগামী ভারী ও মাঝারি পণ্যবাহী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারী ও মাঝারি পণ্যবাহী যানবাহনের রুটে বেশ কিছু বদল আনা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। সমস্ত ভারি ও পন্যবাহী গাড়িগুলি অন্য রাস্তা ঘুরে হাওড়া পৌঁছবে।