ফেব্রুয়ারি মাসেই স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে ভারত–বাংলাদেশ। করোনা আবহে দুই বন্ধু দেশের মধ্যে এই বৈঠক যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। কারণ বাংলাদেশ সফরে যেতে চলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তারপরই সেখানে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানান, আগামী ২৭–২৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার একটি বিলাসবহুল হোটেলে আলোচনায় বসবেন দুই দেশের স্বরাষ্ট্রসচিবরা। তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২৭–২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ–ভারতের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামালউদ্দিনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন।’
জানা গিয়েছে, ভারতের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা। করোনা ভ্যাকসিনের টিকা উপহার দিয়ে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করেছে নয়াদিল্লি। তাছাড়া, হাসিনা প্রশাসনের উপর চিনের প্রভাব খর্ব করাও অন্যতম উদ্দেশ্য নয়াদিল্লির। উল্লেখ্য, আগামী মার্চ মাসে ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী।
