শীত আসা মানেই খুশকির সমস্যা বেড়ে যাওয়া। এর থেকে পরিত্রাণ পেতে সবাই কত কিনা করেন। তবে কোনোভাবেই মেলে না মুক্তি। একটি উপাদানই খুশকির সমস্যা থেকে মুক্তি দেবে। তাও কোনো রকম ঝামেলা ছাড়াই। এই উপাদানটি আপনি খুশকির সমস্যা সমাধানের জন্য ব্যবহার করতে পারেন, যা খুবই কার্যকরী। দেরি না করে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে-
যা যা লাগবে – কাঠ বাদামের পাউডার তিন চামচ, মেথি এক চামচ, লেবুর রস দুই চামচ, দই দুই চামচ, ডিমের সাদা অংশ একটি।
যেভাবে ব্যবহার করবেন-
প্রথমে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে সারা রাত রেখে দিন। এবার এটা আপনার মাথায় ভালো করে ম্যাসাজ করে মেখে নিন। এই হেয়ার প্যাকটা যখন আপনার মাথাতেই শুকিয়ে যাবে,তখন শ্যাম্পু করে নিন। ১৫দিন এই হেয়ার প্যাকটি ব্যবহার করুন। দেখবেন আপনার মাথা কেমন পরিষ্কার হচ্ছে আর খুশকির সমস্যাও সমাধান হয়ে যাবে খুব সহজে।