দেশ ব্রেকিং নিউজ

বাংলা সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলায় সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, দু’দিনের জন্য এরাজ্যে আসছেন তিনি। আগামী ১৬ এপ্রিল রাজ্যে আসবেন তিনি। প্রথমদিন থাকবেন উত্তরবঙ্গে এবং দ্বিতীয় দিন ১৭ এপ্রিল থাকবেন কলকাতায়।

বাংলায় সফরে এসে কোচবিহারের একটি সরকারি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় কাজ কেমন চলছে সেদিকে নজর দিতে কিছু কিছু এলাকা পরিদর্শনে যেতে পারেন বলেও খবর। প্রথমদিন উত্তরবঙ্গ সফরে কাটিয়ে দ্বিতীয় দিন অর্থাৎ ১৭ এপ্রিল কলকাতায় পা রাখবেন শাহ। সেখানে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলীয় বিশেষ কিছু আলোচনা করবেন এই বৈঠকে।

প্রসঙ্গত, ভোটের পরবর্তী কাল থেকেই রাজ্যে কোনঠাসা হয়ে পড়েছে বিজেপি। বিজেপি কর্মীরা যথেষ্ট ভীত হয়ে রয়েছে। সেকারণেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যায় এরাজ্যের বিজেপি নেতারা। ভোট-পরবর্তী হিংসার পর থেকেই কর্মীদের সেভাবে দেখা যাচ্ছে না। তাই নতুন করে দলকে সাজাতে আবার পথে নেমে পড়েছে বিজেপি। দলকে চাঙ্গা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে নতুন করে দলকে ঢেলে সাজাতে পরামর্শ দেবেন তিনি।

রাজ্যে একের পর এক ঘটে যাওয়া নানা ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।