ব্রেকিং নিউজ রাজ্য

রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বাংলা নববর্ষের দিন পশ্চিমবাংলাতেই কাটিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দলীয় স্তরে আগামী ২৫ শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বাংলাতে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। এখনো স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর সফর সূচিতে তেমন কোনো রদবদল হয়নি। সেক্ষেত্রে রবীন্দ্র জয়ন্তীতে এ রাজ্যেই উপস্থিত থাকতে চলেছেন অমিত শাহ। তবে কিছুটা হলেও বদলেছে তাঁর বঙ্গীয় কর্মসূচি৷

বিজেপি সূত্রের খবর, ২ দিন নয়, মাত্র ১ দিনই পশ্চিমবঙ্গ সফরে আসছেন তিনি৷ পূর্বে ঠিক ছিল দুদিনের সফরে এ রাজ্যে ২৫ শে বৈশাখ উপলক্ষে রাজ্যে আসবেন অমিত শাহ। ২৪ বৈশাখ রাজনৈতিক জনসভা করবেন এবং পরের দিন ২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ২৪ বৈশাখ রাজনৈতিক সভা করার কথা ছিল মুর্শিদাবাদের বহরমপুরে৷ কিন্তু, বিজেপি সূত্রের খবর, আপাতত সেই সভা বাতিল করা হয়েছে৷

বর্তমান সূচি অনুযায়ী, কেবলমাত্র ২৫ বৈশাখই সকালে কলকাতায় পা রাখবেন অমিত শাহ৷ প্রথমে এয়ারপোর্ট থেকে সোজা পৌঁছে যাবেন নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে৷ তারপর সেখান থেকে সোজা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বিশ্বকবির জন্ম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপরে বিকেলের দিকে বঙ্গ বিজেপির আয়োজিত ২৫শে বৈশাখ অনুষ্ঠানে সায়েন্সসিটির অডিটোরিয়ামে যাবেন তিনি৷ সন্ধ্যায় ‘খোলা হাওয়া’ নামের এক সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সেখানে বক্তব্য রাখবেন শাহ। বিজেপি সূত্রের খবর, শেষ মুহূর্তে অমিত শাহর বড় কোনও সফরসূচির পরিবর্তন না হলে ২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তীর দিনটা কলকাতাতেই কাটাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।