কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সংসদে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা সংশোধন করার জন্য তিনটি নতুন বিল পেশ করেছেন। কেন্দ্রীয় সরকার শুক্রবার সংসদে তিনটি বড় বিলের প্রস্তাব করেছে, যা দেশের ঔপনিবেশিক যুগের অবসান ঘটিয়ে ভারতের আইনশৃঙ্খলার দিক পরিবর্তন করবে বলেই দাবি করা হয়েছে।শুক্রবার সংসদের বর্ষা অধিবেশনের শেষ দিনে লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক নতুন বিল আনার পাশাপাশি জানিয়েছেন মহান ভারত গড়ে তোলার ক্ষেত্রে এখনই সময়।
কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নতুন বিল অনুসারে, গণধর্ষণে জড়িত যে কোনও অভিযুক্তকে এখন ২০ বছরের কারাদণ্ড দেওয়া হবে বা নতুন আইন অনুসারে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। শুধু তাই নয় প্রথমবারের মত বিয়ের মিথ্যা প্রতিশ্রুতির অজুহাতে যৌনকর্ম, চাকরির অজুহাতে যৌনতা অপরাধযোগ্য গণ্য হবে। সরকার আশ্বস্ত করেছে যে এই তিনটি নতুন আইনের লক্ষ্য হল ভারতীয় নাগরিকদের সংবিধান দ্বারা প্রদত্ত অধিকারগুলি রক্ষা করা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সংসদের বর্ষা অধিবেশনের শেষ দিনে লোকসভায় ভারতীয় ন্যায় সংহিতা বিল, ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল, ২০২৩ এবং ভারতীয় সখ্য বিল, ২০২৩ পেশ করেছেন। বিলগুলি উপস্থাপন করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্বাধীনতার অমৃত মহোৎসব’ ১৫ আগস্ট শেষ হবে এবং ১৬ আগস্ট থেকে স্বাধীনতার ৭৫ থেকে ১০০ বছরের দিকে যাত্রা শুরু হবে। এই সময়ই একটি মহান ভারত তৈরি হবে।”