মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, মূলত একশো দিনের কাজ নিয়ে অভিষেকের সঙ্গে বৈঠকের কথা তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানাবেন। এর পাশাপাশি রাজভবনের বাইরে ১৪৪ ধারা মোতায়েন থাকার পরও অভিষেকের ধরনা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই ধরনা নিয়ে রিপোর্ট জমা করেছেন রাজ্যপাল।
উল্লেখ্য, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ৩০ জনের প্রতিনিধি দলের সঙ্গে বিকেল ৪ টে ১০ মিনিট থেকে সাড়ে ৪ টা পর্যন্ত বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৈঠকে ২০ লক্ষেরও বেশি চিঠি নিয়ে যাওয়া হয়েছিল। সেই চিঠিগুলি বঞ্চিতরাই লিখেছিলেন বলে দাবি তৃণমূলের। মিনিট কুড়ির বৈঠক হয় রাজভবনে। বৈঠকে রাজ্যের বঞ্চিতদের সমস্যা কেন্দ্রের কাছে তুলে ধরবেন বলেই আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। এরপরই এদিন সন্ধ্যায় রাজভবনের সামনে থেকে ধরনা প্রত্যাহার করে নেয় তৃণমূল। অন্যদিকে, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
উল্লেখ্য, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে, বঞ্চিতদের টাকা আদায়ে দিল্লি চলো অভিযানে গিয়েছিল তৃণমূল। সেখানে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আর্জি জানিয়েও দেখা পায়নি তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল।