আগামী ৯ মার্চ বিহার সফরে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন তিনি পাটনা জেলার পালিগঞ্জ সফর করবেন। এখান থেকেই নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। তারপর অমিত শাহ মহকুমা সদর বাজারে অবস্থিত কৃষি খামার মাঠে আয়োজিত একটি সমাবেশে বক্তব্য রাখবেন। বিহারে এনডিএ সরকার গঠনের মাত্র এক মাস পেরিয়েছে এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে বিজেপির সিনিয়র নেতাদের নির্বাচনী সফর।
এনডিএ সরকার গঠনের পর প্রথমবার বিহারে আসছেন অমিত শাহ। এই সমাবেশের প্রস্তুতি জোরকদমে শুরু করেছে বিজেপি। এবারের সমাবেশে ১ লক্ষ মানুষকে হাজির করানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর আগে ২ মার্চ প্রধানমন্ত্রী মোদী নির্বাচনী প্রচার শুরু করেছিলেন।