এবার সল্টলেক–নিউটাউনে বসবাসকারী প্রবীণদের জন্য এলো সুখবর। তাঁদের আর হাত পুড়িয়ে রান্না করতে হবে না। ঘরে বসেই পাবেন দু’বেলার পেট ভরা খাবার। শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্যই এই উদ্যোগ নিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কল্পনাপ্রসূত এই ভাবনাকে বাস্তবায়িত করছে পঞ্চায়েত দপ্তর।
কারা এই সুবিধে পাবে? ৬০ বছরের ঊর্ধ্বে যাঁরা, তাঁরাই এই সুবিধা পাবেন সল্টলেক–নিউটাউনে। লাঞ্চ এবং ডিনার ধরেই তৈরি হয়েছে সুসংহত প্যাকেজ। খাবারের তালিকায় কী থাকবে, তা আগেভাগেই জানিয়ে দিয়েছে সিএডিসি। দেখা যাচ্ছে, মেনুতে প্রত্যেকদিনই থাকছে প্রোটিনযুক্ত সুষম খাবার। চমক থাকবে উইকএন্ডে। থাকবে স্পেশাল মেনু। সেদিন থালা সাজানো হবে বিরিয়ানি বা চাইনিজ খাবার দিয়ে। দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় অফিসারদের জানান, সল্টলেক–নিউটাউনে বহু বৃদ্ধ-বৃদ্ধা একা থাকেন। ছেলেমেয়েরা থাকেন প্রবাসে। তাঁরা হোম ডেলিভারির উপর নির্ভরশীল। আমরা মূলত তাঁদের পাশেই দাঁড়াতে চাইছি। আজ, ১ জুলাই থেকেই শুরু হচ্ছে দুয়ারে খাবার।
কী করে যোগাযোগ করা যাবে? এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসার সৌম্যজিৎ দাস বলেন, ‘মন্ত্রীর ভাবনাকেই আমরা বাস্তবায়িত করার চেষ্টা করছি। তিনটি নম্বরে হোয়াটসঅ্যাপ করে দেওয়া যাবে অর্ডার। সেই তিনটি নম্বর হল, ৮১৭০৮৮৭৭৯৪, ৬২৯০২২৫৮৫৯ এবং ৯১৬৩১২৩৫৫৬। এই প্রথমে সল্টলেক দিয়ে শুরু হলেও পরে তা রাজ্যের অন্যত্রও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে পঞ্চায়েত দপ্তরের।’