ব্রেকিং নিউজ রাজ্য

ফের ছুটি! বুধবার বন্ধ গোটা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস

ফের রাজ্যে ছুটি ঘোষণা। পুজোর আগে মাসের শুরুতেই একটা গোটা দিন ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

আগামীকাল ৬ই সেপ্টেম্বর ২০২৩, বুধবার জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজ্যে ছুটি ঘোষণা করেছে রাজ্য। এদিন জন্মাষ্টমী উপলক্ষ্যে সমস্ত সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে সপ্তাহের ঠিক মাঝামাঝি পড়ায় বাড়তি বোনাস ছুটির সুযোগ এক্ষেত্রে নেই।

পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, জরুরি বিভাগগুলি ছাড়া সমস্ত অফিস বন্ধ থাকবে। পাশাপাশি রাজ্যে বিদ্যালয় ও কলেজগুলিও বন্ধ থাকবে।