এই দেশে একাধিক দিন ব্যাঙ্কে ছুটি রয়েছে৷ আর সব মিলিয়ে দেখলে একটানা ১১ দিন ব্যাঙ্কের কাজ হবে না৷ সুতরাং আজই যদি কাজ মিটিয়ে না নেন তাহলে লম্বা অপেক্ষা করতে হবে৷ জুলাই মাসে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ তার মধ্যে সামনের সপ্তাহে সবচেয়ে বেশি ছুটি রয়েছে৷ শনিবার থেকে শুরু করে কিছু কিছু জায়গায় লাগাতার ব্যাঙ্কে ছুটি রয়েছে৷
১০ ও ১১ জুলাই সাপ্তাহিক ছুটি৷ দ্বিতীয় শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকায় এই ছুটি৷ ১১ জুলাই রবিবার ব্যাঙ্ক বন্ধ৷ এরপর পর্যায়ক্রমে ১১ থেকে ১৮ তারিখ পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ এছাড়া সোমবার থেকে সামনের শনিবার পর্যন্ত বিভিন্ন উৎসব থাকায় ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকবে৷ শুধু ১৫ জুলাই কোনও ছুটি নেই৷ যে রাজ্যে যখন উৎসব তখন সে রাজ্যে ব্যাঙ্ক বন্ধ। তালিকা অনুযায়ী যখন যেখানে উৎসব সেখানে তখন ব্যাঙ্কের কাজ হবে না৷
১০ জুলাই ২০২১–দ্বিতীয় শনিবার
১১ জুলাই ২০২১–রবিবার
১২ জুলাই ২০২১–সোমবার রথযাত্রা (ভুবনেশ্বর ও ইম্ফল), কাঙ্গ (রাজস্থান)
১৩ জুলাই ২০২১–মঙ্গলবার ভানু জয়ন্তী (শহিদ দিবস- জম্মু–কাশ্মীর), ভানু জয়ন্তী–সিকিম
১৪ জুলাই–দ্রুকপা তোশচি (গ্যাংটক)
১৬ জুলাই–হরেলা পুজো (দেরাদুন)
১৭ জুলাই–খারচি পুজো (আগরতলা -শিলং)
১৮ জুলাই–রবিবার
১৯ জুলাই–গুরু রিম্পোছে গ্যাংটক
২০ জুলাই–মঙ্গলবার ইদ অল অধা (সারা দেশে)
২১ জুলাই–বুধবার বকরি ইদ (পুরো দেশে) আরবিআই ব্যাঙ্ক হলিডে জারি করা হয়৷ এতে সমস্ত রাজ্যের ছুটির লিস্ট দেখানো থাকে৷ রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল সাইটে গেলে এই লিস্ট সকলেই মিলিয়ে নিতে পারবেন৷