ব্রেকিং নিউজ রাজ্য

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে হোর্ডিং কলকাতায়

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি দিয়ে মঙ্গলবার বেহালায় ১৪ নম্বর বাসস্ট্যান্ডে বেহালা নাগরিকবৃন্দের তরফ থেকে হোর্ডিং পড়ল তিলোত্তমায়। লেখা, ‘বাংলার গর্ব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।’তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো লেখা হয়েছে-‘স্যার আপনাকে স্যালুট জানাই! আপনি শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে যেভাবে মনিটরিং করে সত্যের জন্য লড়াই করছেন আইনের মাধ্যমে, তাতে আমরা আপনাকে নিয়ে গর্বিত।’

তিনি যে ভাবে অকুতোভয় হয়ে সাধারন মানুষের ন্যায়ের জন্য অনবরত লড়াই করে চলেছেন তা সত্যিই প্রশংসনীয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে এই মনোভাব গত কয়েক মাস ধরেই রয়েছে। উল্লেখ্য, ড় দিনের পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বোলপুরে গিয়েছিলেন। তিনি আসছেন শুনে স্টেশন চত্বরে সাধারন মানুষের উত্তেজনা উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিছু দিন আগে কলকাতা বইমেলায় গিয়েছিলেন তিনি, সেখানে ও ঠিক একই ছবি চোখে পড়েছে।

যদিও কয়েক মাস আগে খিদিরপুরের একটি গ্রন্থাগারের অনুষ্ঠানে এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন- ‘এসব আমি ভাবি না। আমার কাজ মানুষ যাতে দ্রুতরা সঙ্গে বিচার পান সেটা দেখা। নইলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা উঠে যাবে। তখন তাঁরা যাবেন স্থানীয় পার্টি অফিস বা লোকাল কমিটির অফিসে।’