দেশ ব্রেকিং নিউজ

হিজবুলের হুমকি চিঠি নেতাদের

হামলা–নাশকতা করেও তারা থামছে না। এবার সরাসরি তাদের টার্গেট বুঝিয়ে দিল। তাই হুমকি চিঠি পেলেন কংগ্রেস–বিজেপি নেতারা। আর চিঠিটি এসেছে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের পক্ষ থেকে। আর সেই চিঠিটা পড়ে হাড়হিম হয়ে গেল এই রাজনৈতিক নেতাদের। যেখানে লেখা আছে, ‘‌পঞ্চায়েত নেতাদের শাস্তি দিয়েছি। তার পরও আমাদের অপারেশন চলছে। তোমাদের গতিবিধি আমাদের কাজে বাধা দিচ্ছে। আমরা অকারণে কারও ক্ষতি করি না। তাই বলছি, ইস্তফা দিয়ে আমাদের রাস্তা থেকে সরে দাঁড়াও। ক্ষমা করে দেব। না হলে চরম ফল ভোগ করতে হবে।’‌
জানা গিয়েছে, হিজবুল মুজাহিদিনের থেকে এমন চিঠি পেয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। চিঠি পড়ার পর পিঠ দিয়ে ঠাণ্ডা স্রোত নেমে যায় জম্মু–কাশ্মীরের কংগ্রেস নেতা রমন ভল্লার। তিনি সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করতে দৌড়ান। হিজবুলের লেটার হেডে উর্দুতে লেখা হুমকি চিঠি। যাচাই করার পর পুলিশের মনেও কোনও সন্দেহ ছিল না যে ওরকম একটা চিঠি সত্যিই হিজবুলের তরফেই পাঠানো হয়েছে। তারপরও পরীক্ষা করে দেখা যায় চিঠি এসেছে হিজবুলের পক্ষ থেকেই।
এই ঘটনার পর কপালে ভাঁজ পড়েছে পুলিশকর্তাদের। সাংসদ যুগল কিশোর, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ডা. নির্মল সিং, বিজেপি’‌র প্রাক্তন মন্ত্রী চৌধুরি লাল সিং, বিজেপি’‌র প্রদেশ অধ্যক্ষ রবীন্দ্র রায়না–সহ একাধিক নেতার কাছে হিজবুল মুজাহিদিন হুমকি চিঠি পাঠিয়েছে। প্রত্যেককেই ইস্তফা দেওয়ার জন্য চাপ দিয়েছে তারা। এমনকী কথার অন্যথা হলে খুন করা হবে বলে হুমকি দিয়েছে তারা।
উল্লেখ্য, গত কয়েক মাসে ওয়াসিম বারি–সহ কাশ্মীরের একাধিক প্রথমসারির নেতাকে খুন করেছে জঙ্গিরা। প্রশাসন নেতাদের নিরাপত্তা দিতে যথেষ্ট তৎপর। তারপরও হিজবুলের এমন হুমকি চিঠি পেয়ে উপত্যকার নেতারা যেন ভয়ে কাঁটা হয়ে গিয়েছেন। ভূস্বর্গে একাধিক পঞ্চায়েত নেতাকে খুন করে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চেয়েছিল জঙ্গি সংগঠনগুলি। গত কয়েক মাসে একের পর এক শীর্ষ জঙ্গি নেতাকে নিকেশ করেছে সেনাবাহিনী। সুতরাং উপত্যকায় নিজেদের অস্তিত্ব হারাচ্ছে জঙ্গি সংগঠনগুলি। আর তা ফিরে পেতেই এই হুমকি চিঠি বলে মনে করছেন পুলিশ কর্তারা।