সেনাবাহিনীর সঙ্গে তুমুল গুলির লড়াইয়ে খতম হল হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার সইফুল্লা। রবিবার দিনভর গুলির লড়াইয়ের পর এই ঘটনাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি বড় সাফল্য বলে উল্লেখ করেছে পুলিশ। সম্প্রতি পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর অভিযানে কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের প্রধান রিয়াজ নাইকু নিকেশ হয়। নাইকুর মৃত্যুর পর উপত্যকায় সংগঠনের দায়িত্ব বর্তায় সইফুল্লার হাতে।
সেনাবাহিনীর এক আধিকারিক জানান, নিরাপত্তা বাহিনীর উপর একাধিক হামলার ঘটনায় অভিযুক্ত ছিল সইফুল্লা। মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীর তকমা পেয়েছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের রংগরেথ এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। ঘটনাস্থলে পৌঁছে হ্যান্ডমাইকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলে। কিন্তু তারা গুলি ছুঁড়লে পাল্টা জবাব দেয় বাহিনী।
জম্মু–কাশ্মীর পুলিশের আইজি (কাশ্মীর রেঞ্জ) বিজয় কুমার জানান, দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর এক জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। নিকেশ হিজবুল মুজাহিদিনের প্রধান কমান্ডার সইফুল্লা। আরও একজনকে জীবিত অবস্থায় ধরা হয়েছে। জম্মু–কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং সংবাদসংস্থা এএনআই–কে বলেন, ‘হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার সইফুল্লা গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে। এটা ছিল একটা অত্যন্ত সফল অপারেশন।’